এক কথায় প্রশ্নোত্তর
এক কথায় প্রশ্নোত্তর |
Wbpdf.in আজকে আপনাদের জন্য কিছু SAQ টাইপের প্রশ্ন উত্তর নিয়ে এসেছে যেখানে কিছু গুরুত্বপূর্ণ চলচ্চিত্র, গল্প, আত্মজীবনী, পত্রপত্রিকা, ছদ্মনাম, লেখক, সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর গুলিকে তুলে ধরা হয়েছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন শুধুমাত্র পিডিএফ ডাউনলোড করে এবং সেটাও বিনামূল্যে, আমাদের এই ছোট্ট প্রকল্পের জন্য আপনাদের অনেক অনেক উৎসাহ চাই যাতে আপনারাদের কাছে আমরা আরো নিত্যনতুন প্রশ্ন-উত্তর বিনামূল্যে পিডিএফ আকারে তুলে ধরতে পারেন
নিম্নে উল্লেখিত নমুনা
১. জে কে রাউলিং কোন কাল্পনিক চরিত্রের স্রষ্টা ?
উত্তর. হ্যারি পটার
২. পদাতিক কাব্যগ্রন্থ কার লেখা ?
উত্তর. সুভাষ মুখোপাধ্যায়
৩. ইতালি সাহিত্যিক কার্লো কলোডি কোন চরিত্রের স্রষ্টা ?
উত্তর. পিনোচ্চিও
৪. নষ্টনীড় কবিতাটি কার লেখা ?
উত্তর. সমর সেন
৫. বরাহমিহির রচিত গ্রন্থের নাম কি ?
উত্তর. বৃহৎসংহিতা এবং পঞ্চসিদ্ধান্তিকা
৬. বিমল কর সৃষ্ট গোয়েন্দার নাম কি ?
উত্তর. কিঙ্কর কিশোর রায়
৭. প্রথম বাংলা ধারাবাহিক ‘তেরো পার্বণ’ এর কাহিনীকার কে ছিলেন ?
উত্তর. সমরেশ মজুমদার
৮. বাংলা ভাষায় চতুর্দশপদী কবিতা (সনেট) কে প্রথম রচনা করেন ?
উত্তর. মাইকেল মধুসূদন দত্ত
৯. ইয়ান ফ্লেমিং কোন চরিত্রের স্রষ্টা ?
উত্তর. জেমস বন্ড
১০. ‘হু কিলড ড্যানিয়েল পার্ল’ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর. বার্নাড হেনরি লেভি
১১. টারজান চরিত্রটি কার সৃষ্টি ?
উত্তর. এডগার রাইস বারোজ
১২. ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ কাব্যগ্রন্থের জন্য কোন লেখকের ‘জ্ঞানপীঠ’ পুরস্কার পান ?
উত্তর. বিষ্ণু দে (১৯৭১)
১২. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসন কার লেখা ?
উত্তর. মাইকেল মধুসূদন দত্ত
১৩. ‘A Suitable Boy’ বইটি কার লেখা ?
উত্তর. বিক্রম সেট
১৪. বিদ্যাসাগর ‘কস্যচিত উপযুক্ত ভাইপোস্য’ ছদ্মনাম নিয়ে কি কি রচনা করেছিলেন ?
উত্তর. অতি অল্প হইল (১৮৭৩), আবার অতি অল্প হইল (১৮৭৩), ব্রজবিলাস (১৮৮৪)
১৫. মধুসূদন সৃষ্ট ছন্দের নাম কি ?
উত্তর. অমিত্রাক্ষর ছন্দ
১৬. অমিত্রাক্ষর ছন্দের অনুসৃত ছন্দের নাম কি ?
উত্তর. এই ছন্দের অনুসৃত চন্দ্রের নাম গৈরিশ ছন্দ, মুক্তক ছন্দ
১৭. দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের এর নাম কি ?
উত্তর. The indigo planting mirror
১৮. কে এই ইংরেজি অনুবাদ করেছিলেন ?
উত্তর. মাইকেল মধুসূদন দত্ত
১৯. বিদ্যাপতি কার সভাকবি ছিলেন ?
উত্তর. মিথিলার রাজা শিবসিংহের
২০. কার অনুরোধে কাজী নজরুল ইসলাম ‘কান্ডারী হুশিয়ার’ লিখেছিলেন ?
উত্তর. নেতাজি সুভাষচন্দ্র বসু
২১. কোন দেশে সনেটের উৎপত্তি হয় ?
উত্তর. ইতালি
২২. বঙ্গীয় সাহিত্য সম্মেলন এর প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
উত্তর. রবীন্দ্রনাথ ঠাকুর
২৩. সত্যজিৎ রায়ের ‘তিন কন্যা’এর তিনটি গল্পের নাম কি কি ?
উত্তর. পোস্টমাস্টার, মনিহারা, এবং সমাপ্তি
২৪. ঈশপের গল্পের প্রথম অনুবাদ কে করেছিলেন ?
উত্তর. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৫. যে অভিনেত্রী শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ পেয়েছিলেন তার নাম কি ?
উত্তর. নটী বিনোদিনী
File Size: 770Kb
File Formate: Pdf
Download Pdf: Click To Download