ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী সংস্থা PDF

 ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী সংস্থা 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী সংস্থা PDF
ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী সংস্থা 

WBPDF

নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী সংস্থা PDF, যেখানে ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী সংস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে ৷


ভারত সরকার কর্তৃক প্রদত্ত পুরস্কার বা সম্মান গুলির নাম কি কি ? 

উত্তর. ভারত সরকার কর্তৃক প্রদত্ত পুরস্কার বা সম্মান গুলির নাম হলো – পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এবং মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ইত্যাদি।

ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রদানকারী সংস্থার নাম কি ?

উত্তর. ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার প্রদানকারী সংস্থা টির নাম হল ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা।

পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন প্রদানকারী সংস্থাটির নাম কি ?

উত্তর. পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং ভারতরত্ন প্রদানকারী সংস্থাটির নাম হলো ভারত সরকার সংস্থা।

দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদানকারী সংস্থাটির নাম কি ?

উত্তর. তথ্য ও সংস্কৃতি বিভাগ হল দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদানকারী সংস্থা।

অর্জুন পুরস্কার ও দ্রোণাচার্য পুরস্কার প্রদানকারী সংস্থা টির নাম কি ?

উত্তর. অর্জুন পুরস্কার ও দ্রোণাচার্য পুরস্কার প্রদানকারী সংস্থা টির নাম হল ভারত সরকার (ক্রীড়া মন্ত্রক) সংস্থা।

এছাড়াও এই তালিকার মধ্যে তুলসী সম্মান, রাজীব গান্ধী সদভাবনা পুরস্কার, লতামঙ্গেসকার সম্মান, সাহিত্য একাডেমী পুরস্কার ও মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার প্রদানকারী সংস্থা গুলির নাম কি অতঃপর তথ্য ও সংস্কৃতি বিভাগ, রাজীব গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, কলিঙ্গ ফাউন্ডেশন ট্রাস্ট এবং কে কে বিড়লা ফাউন্ডেশন কর্তৃক প্রদত্ত পুরস্কার ও সম্মান গুলির নাম কি কি, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে


এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in
ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী সংস্থা

পুরস্কার/সম্মানপ্রদানকারী
পদ্মশ্রীভারত সরকার
পদ্মভূষণ ভারত সরকার
পদ্মবিভূষণভারত সরকার
ভারতরত্ন ১৯৫৪ভারত সরকার
সরস্বতী সম্মান ১৯৯১কে. কে. বিড়লা ফাউন্ডেশান
লতা মঙ্গেশকর সম্মান মহারাষ্ট্র সরকার
অর্জুন পুরস্কার ১৯৬১ভারত সরকার ( ক্রীড়া মন্ত্রক)
দ্রোণাচার্য পুরস্কার ভারত সরকার ( ক্রীড়া মন্ত্রক)
কলিঙ্গ পুরস্কার ১৯৫২ (ওড়িশা) কলিঙ্গ ফাউন্ডেশান ট্রাস্ট
দাদাসাহেব ফালকে পুরস্কারতথ্য ও সংস্কৃতি বিভাগ
ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার ভারতীয় জ্ঞানপীঠ
সাহিত্য একাডেমি ১৯৫৫ সাহিত্য একাডেমী
রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারভারত সরকার
মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার ১৯৬৪-৬৫ ভারত সরকার
রাজীব গান্ধী সদভাবনা পুরস্কাররাজীব গান্ধী মেমোরিয়াল ট্রাস্ট
সি. কে. নাইডু সম্মান ১৯৯৪ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (মধ্যপ্রদেশ)
তুলসী সম্মান তথ্য ও সংস্কৃতি বিভাগ

File Name: ভারতের বিভিন্ন পুরস্কার প্রদানকারী সংস্থা

File Size: 1.3 Mb

File Formate: Pdf

File Page: 2

Download Pdf: Click To Download

More PdfDownload Link
২০২২ দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার তালিকা PDFClick Here
সাহিত্য একাডেমী পুরস্কার ২০২১ PDFClick Here

Leave a Comment