ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের উল্লেখযোগ্য আইন
ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের উল্লেখযোগ্য আইন |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের উল্লেখযোগ্য আইন PDF, যেখানে ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের উল্লেখযোগ্য আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে ।
কত সালে রেগুলেটিং আইন পাশ হয় ?
উত্তর. ১৭৭৩ সালে রেগুলেটিং আইন পাশ হয় ।
কত সালের চার্টার আইন পাশ হয় ?
উত্তর. ১৭৮৪ সালে সর্বপ্রথম চার্টার আইন পাস হয় এবং ১৮৫৩ সালে সর্বশেষ চার্টার আইন পাস হয় ।
ভারত শাসন আইন কত সালে পাশ হয় ?
উত্তর. ১৮৫৮ সালে ভারত শাসন আইন পাস হয় ।
রাওলাট আইন কত সালে পাশ হয় ?
উত্তর. ১৯১৯ সালে রাওলাট আইন পাশ হয়।
মন্টেগু চেমসফোর্ড আইন কত সালে পাশ হয় ?
উত্তর. ১৯১৬ সালে মন্টেগু-চেমসফোর্ড আইন পাশ হয়।
সতীদাহ নিবারণ প্রথা/আইন কত সালে পাশ হয় ?
উত্তর. ১৮২৯ সালে সতীদাহ নিবারণ আইন পাশ হয়।
এছাড়াও এই তালিকার মধ্যে মাতৃভাষা প্রকাশিত আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, ভারত রক্ষা আইন, ভারতীয় চলচ্চিত্র আইন ও হিন্দু বিধবা আইন কত সালে পাশ হয়, এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in ।
ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের উল্লেখযোগ্য আইন
সাল | আইন |
---|---|
১৭৭৩ | রেগুলেটিং আইন |
১৭৮৪ | চাটার আইন |
১৯৮৪ | ভারতশাসন আইন |
১৭৯৩ | চাটার আইন |
১৮১৩ | চাটার আইন |
১৮২৯ | সতীদাহ নিবারণ আইন |
১৮৩৩ | চাটার আইন |
১৮৫৩ | চাটার আইন |
১৮৫৬ | হিন্দু বিধবা আইন |
১৮৫৮ | ভারতশাসন আইন |
১৮৬১ | ভারতীয় পরিষদ আইন |
১৮৭২ | ভারতীয় বিবাহ আইন |
১৮৭৬ | নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন |
১৮৭৮ | মাতৃভাষায় প্রকাশিত আইন |
১৮৭৮ | অস্ত্র আইন |
১৮৭৯ | দাক্ষিণাত্য কৃষিজীবী আইন |
১৮৮১ | ফ্যাক্টরি আইন |
১৮৯৩ | ভারতীয় পরিষদ আইন |
১৯০৪ | ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন |
১৯০৮ | সংবাদপত্র আইন |
১৯১৫ | ভারতরক্ষা আইন |
১৯১৬ | মন্টেগু-চেমসফোর্ড আইন |
১৯১৮ | ভারতীয় চলচ্চিত্র আইন |
১৯১৯ | রাওলাট আইন |
File Name: ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষের উল্লেখযোগ্য আইন
File Size: 1.2 Mb
File Formate: Pdf
File Page: 2
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
---|---|
অলিম্পিকের ইতিহাস PDF | Click Here |
ধর্ম ও ধর্মীয় মতবাদের প্রবর্তক PDF | Click Here |