ইংরেজ অধীনে সংবাদপত্র ও সাহিত্য পত্রিকা
ইংরেজ অধীনে সংবাদপত্র ও সাহিত্য পত্রিকা |
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ইংরেজ অধীনে সংবাদপত্র ও সাহিত্য পত্রিকা, যেখানে ইংরেজ অধীনে সংবাদপত্র ও সাহিত্য পত্রিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।
সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ?
উত্তর. উইলিয়াম কেরি ১৮১৮ সালে সমাচার দর্পণ পত্রিকাটি প্রকাশ করেন।
ধুমকেতু পত্রিকার সম্পাদক কে ?
উত্তর. কাজী নজরুল ইসলাম ১৯২২ সালে ধুমকেতু পত্রিকাটির সম্পাদক হন।
বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ?
উত্তর. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭২ সালে বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন।
কল্লোল পত্রিকার সম্পাদক কে ?
উত্তর. দীনেশ রঞ্জন দাস ১৯২৩ সালে কল্লোল পত্রিকাটি প্রকাশ করেন।
বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ?
উত্তর. জেমস অগাস্টাস হিকি ১৭৮০ সালে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন এবং এটিই ভারতের প্রথম মুদ্রিত পত্রিকা ।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
ইংরেজ অধীনে সংবাদপত্র ও সাহিত্য পত্রিকা
পত্রিকা | সম্পাদক | প্রকাশকাল |
---|---|---|
বেঙ্গলগেজেট (ভারতবর্ষের প্রথম মুদ্রিত) | জেমস অগাস্টাস হিকি | ১৭৮০ |
দিগদর্শন (মাসিক) | জন ক্লার্ক মার্শম্যান | ১৮১৮ |
সমাচারদর্পণ | উইলিয়াম কেরী | ১৮১৮ |
সম্বাদকৌমুদী | রাজা রামমোহন রায় ও ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় | ১৮২১ |
সংবাদ প্রভাকর | ঈশ্বরচন্দ্র গুপ্ত | ১৮৩১ |
তত্ত্ববোধিনী | অক্ষয় কুমার দত্ত | ১৮৪৩ |
বিবিধার্থ সংগ্রহ | রাজেন্দ্রলাল মিত্র | ১৮৫১ |
মাসিক পত্রিকা | প্যারীচাঁদ মিত্র ও রাধানাথ শিকদার | ১৮৫৪ |
ঢাকা প্রকাশ | কৃষ্ণচন্দ্র মজুমদার | ১৮৬১ |
গ্রামবার্তা | কাঙাল হরিনাথ | ১৮৬৩ |
বঙ্গদর্শন | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | ১৮৭২ |
ভারতী | দ্বিজেন্দ্রনাথ ঠাকুর | ১৮৭৭ |
সাধনা | সুধীন্দ্রনাথ ঠাকুর, পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর | ১৮৯১ |
সবুজপত্র | প্রমথ চৌধুরী | ১৯১৪ |
কল্লোল | দীনেশ রঞ্জন দাস | ১৯২৩ |
কালিকলম | প্রেমেন্দ্র মিত্র | ১৯২৬ |
প্রগতি | বুদ্ধদেব বসু ও অজিত কুমার দত্ত | ১৯২৭ |
সওগাত | মোহাম্মদ নাসিরউদ্দীন | ১৯১৮ |
আঙ্গুর | ড. মুহম্মদ শহীদুল্লাহ | ১৯২০ |
ধূমকেতু | কাজী নজরুল ইসলাম | ১৯২২ |
লাঙ্গল | কাজী নজরুল ইসলাম | ১৯২৫ |
File Name: ইংরেজ অধীনে সংবাদপত্র ও সাহিত্য পত্রিকা
File Size: 734 Kb
File Formate: Pdf
File Page: 2
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
---|---|
পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ ও মহিলা ব্যক্তিত্ব ও উপন্যাস PDF | Click Here |
বিভিন্ন সাহিত্যিকদের প্রথম গ্রন্থ PDF | Click Here |