WB Primary TET 2022 Class – 09 পরিবেশ বিদ্যা
WB Primary TET 2022 Class – 09 পরিবেশ বিদ্যা
WB Primary TET 2022 Class – 09 পরিবেশ বিদ্যা |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে WB Primary TET 2022 Class – 09 , যেখানে পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট ২০২২ পর্ব – ০৯ পরিবেশ বিদ্যা ও পেডোলজির উপর ৩০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর আপনাদের সামনে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে,
এই তালিকার মধ্যে DDT কি, শব্দের নিরাপদ মাত্রা কত ডেসিবেল, মিনামাটা রোগের কারণ কোন দূষণ ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে , যেগুলি পরবর্তী যেকোনো পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট প্রিপারেশন নেওয়া ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
পরিবেশ বিদ্যা ও পেডোলজি
০১) DDT
কি ?
উত্তর.
কীটনাশক
০২) ভূগর্ভস্থ জলের দূষণের জন্য
দায়ী ধাতু কোনটি ?
উত্তর.
আর্সেনিক
০৩) প্রধান বায়ু দূষক
কোনটি ?
উত্তর.
ওজোন
০৪) শব্দের নিরাপদ মাত্রা
কত ডেসিবেল ?
উত্তর.
৬৫
০৫) অবাঞ্চিত অস্থিরতা, উত্তেজনা শ্রবণ শক্তির হ্রাসের
কারণ কি ?
উত্তর.
শব্দ দূষণ
০৬) সালফার ডাই অক্সাইড
এর প্রভাবে উদ্ভিদের কোন রোগ হয়
?
উত্তর.
ক্লোরোসিস
০৭) কোন গ্যাসের প্রভাবে
ফুসফুসে জ্বালা অনুভূত হয়
?
উত্তর.
NOx
০৮) CFC
কি ?
উত্তর.
ক্লোরোফ্লুরো কার্বন
০৯) বর্জ্য পদার্থ কে
উচ্চতাপে দমনের পদ্ধতি কে
কি বলে ?
উত্তর.
ইন্সিনেরেসন
১০) হাইড্রোকার্বনের সঙ্গে কিসের বিক্রিয়ায়
শহর অঞ্চলের ধোঁয়া সৃষ্টি করে
?
উত্তর.
নাইট্রো অক্সাইড
১১) হাইড্রোকার্বনের মধ্যে সরলতম রাসায়নিকটির
নাম কি ?
উত্তর.
মিথেন
১২) উদ্ভিদের কোন অংশে বায়ুদূষণ
ঘটায় ?
উত্তর.
পরাগরেণু
১৩) আগ্নেয়গিরি থেকে কোন বায়দূষক
নির্গত হয় ?
উত্তর.
সালফার ডাই অক্সাইড
১৪) মানুষ্য সৃষ্ট দূষণকারী গ্যাস
গুলি কে কি বলা
হয় ?
উত্তর.
অ্যান্থ্রপোজেনিক
১৫) SMP
কি ?
উত্তর.
বাতাসে ভাসমান সূক্ষ্ম কণিকা
১৬) প্রাথমিক দূষক কোনটি ?
উত্তর. সালফার
ডাই অক্সাইড
১৭) মিনামাটা রোগের কারণ কোন
দূষণ ?
উত্তর.
পারদ
১৮) বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড দ্বারা কি পরীক্ষা
করা হয় ?
উত্তর.
জল
১৯) বায়ুমণ্ডলের গ্যাসে উপাদান গুলির
মধ্যে বেশিরভাগই কোন গ্যাস থাকে
?
উত্তর.
নাইট্রোজেন
২০) কোন গ্যাসের প্রভাবে
মানুষের ঘ্রাণ ক্ষমতা নষ্ট
হয়ে যায় ?
উত্তর.
সালফার ডাই অক্সাইড
২১) পরিবেশের প্রধান প্রাথমিক দূষক
কোনটি ?
উত্তর.
NOx
২২) জীবাণু মৃতদেহকে পচিয়ে
যে গ্যাসের উৎপন্ন করে সেই
গাছের নাম কি ?
উত্তর.
হাইড্রোজেন
২৩) সনিক বুম এর
উৎস কি ?
উত্তর.
দ্রুতগামী বিমান
২৪) প্রাথমিক দূষক গুলি রাসায়নিক
বিক্রিয়ার মাধ্যমে কোন দুষক সৃষ্টি
করে ?
উত্তর.
গৌণ দূষক
২৫) যানবাহনের ধোয়ায় প্রাপ্ত ক্ষতিকারক ধাতু জাতীয় পদার্থ
কোনটি ?
উত্তর.
সিসা
২৬) কোন অক্সাইড থেকে
অম্ল বৃষ্টি ঘটে ?
উত্তর.
SO2 ও NO2
২৭) আলোক রাসায়নিক ধোঁয়াশার
মূলে রয়েছে কোন রাসায়নিক
?
উত্তর.
হাইড্রোকার্বন
২৮) কৃত্রিম ও জৈব পদ্ধতিতে
তৈরি নয় এরূপ দুষক
গ্যাস গুলিকে কি
বলে ?
উত্তর.
জেনো বায়োটিক
২৯) জলে জৈব বর্জ্য
পদার্থ নিক্ষেপের ফলে কি ঘটে
?
উত্তর.ডি নাইট্রিফিকেশন
৩০) পাথরে ক্যান্সারের কারণ
কি ?
উত্তর.
অ্যাসিড বৃষ্টি
More Pdf | Download Link |
---|---|
WB Primary TET 2022 Class – 08 পরিবেশ বিদ্যা | Click Here |
WB Primary TET 2022 Class – 07 শিশু মনস্তত্ত্ব | Click Here |