SSC MTS Syllabus 2023 In Bengali
SSC MTS Syllabus 2023 In Bengali |
WBPDF:-
নমস্কার বন্ধুরা,
আজকে আমরা নিয়ে এসেছি SSC MTS Syllabus 2023 In Bengali। এই সিলেবাসটি মূলত এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল সিলেবাস। এটি মূলত এসএসসি কর্তৃক ইংরেজি ভাষায় প্রকাশিত হয়েছিল। বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমরা এটা বাংলায় অনুবাদ করি তোমাদের জন্য দিলাম। আজকের এই পিডিএফ আকারে যে সিলেবাসটি প্রধান করা হয়েছে সেটির মধ্যে খুব সুন্দর ভাবে বাংলা ভাষায় MTS ও হাবিলদার পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটি বর্ণিত রয়েছে। যেটি আপনাদের এই পরীক্ষার ক্ষেত্রে বিশেষ কাজে লাগবে। সুতরাং আর দেরি না করে তাড়াতাড়ি সিলেবাস টি দেখে নিন। এবং আমরা এটার পিডিএফ এর ডাউনলোড লিংক সবার নিচে দিয়ে রাখলাম, যদি প্রয়োজন হয় সেটা পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারেন।
*SSC MTS ও হাবিলদার পরীক্ষার নিয়োগ পদ্ধতি:-
1. কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে।
2. শারীরিক দক্ষতা এর পরিমাপ করা হবে (শুধুমাত্র হাবিলদার পোস্টের জন্য এটি গ্রাহ্য)।
*কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ধরন:- কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটি মূলত দুইটি সেকশন এর মাধ্যমে নেওয়া হবে।
Section 1 –
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
Numerical & Mathematicl Ability | 20 | 60 |
Reasoning Ability & Problem | 20 | 60 |
Total | 40 | 120 |
Section 2 –
বিষয় | প্রশ্ন সংখ্যা | নম্বর |
Genarel Awareness | 25 | 75 |
English Language & Comprehensive | 25 | 75 |
Total | 50 | 150 |
*পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র MCQ ধরনের হবে।
*প্রশ্নগুলি দুটি Section এ থাকবে। সেকশন 1 ও সেকশন 2
*দুইটি সেশন এই পরীক্ষার সময়সীমা থাকবে 45 মিনিট।
*সেশন 1 এ পরীক্ষার কোনরকম Negative Mark নেই। তবে সেশন 2 এ প্রতিটি ভুল উত্তরে 1 নম্বর কাটা যাবে।
*প্রশ্নগুলির মূলত ইংরেজি, হিন্দি, বাংলা ও আর 12টি আঞ্চলিক ভাষায় হবে।
***পরীক্ষা সিলেবাস –
Numerical & Mathematical Ability :
*সময় এবং কার্য
*দশমিক এবং ভগ্নাংশ
*একক এবং সম্পর্ক
*সরল সুদ
*গ.সা.গু এবং ল.সা.গু
*অনুপাত এবং সমানুপাত
*সরল সুদ
*শতকরা
*নম্বর সিস্টেম
*সময় এবং দূরত্ব
*গড়
*বর্গ ও বর্গমূল
*গ্রাফ ও ডেটা
Reasoning Ability & Problem Solving :
*সাংকেতিকরণ ও অসাংকেতিকারণ
*সংখ্যা শ্রেণি
*দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা
*ক্যালেন্ডার এবং ঘড়ি
*প্রতিবিম্ব
*জ্যামিতিক চিত্রগণনা
*সাদৃশ্য
*সমস্যা সমাধান এবং বিশ্লেষণ
*বর্ণ শ্রেণি
*বয়স গণনা
*চিত্রদল গঠন
Genarel Awareness :
*Social Studies (ইতিহাস, ভূগোল, অর্থনীতি, শিল্প ও সংস্কৃতি)
*General Science and
Environmental Studies (দশম শ্রেণী পর্যন্ত)
English Language &
Comprehension :
*Vocabulary
*Grammar
*Synonyms
*Antonyms
*Comprehension
*Sentence Structure
শারীরিক দক্ষতা বা PET/PST
(শুধুমাত্র হাবিলদার এর জন্য) :
শারীরিক দক্ষতা | পুরুষ | মহিলা |
দৌড় | 15 মিনিটে 1600 মিটার | 20 মিনিটে 1 KM |
উচ্চতা | 157.5 সেমি | 152 সেমি |
ছাতি | 81 সেমি, ফুলিয়ে 86 সেমি | না |
ওজন | না | 48 কেজি |
More Pdf | Download Link |
SSC GD Constable Question Paper 2015 PDF | Click Here |
MTS and Havaldar Solved Paper 2022 | Click Here |