ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর – Exam Gk Part : 1

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর – Exam Gk Part : 1

ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর - Exam Gk Part : 1
ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর – Exam Gk Part : 1

📄 WBPDF

📑 নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর – Exam Gk Part : 1, যেখানে ভৌত বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর খুব সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে, এই তথ্যাদি বিবরণ আপনাদের বিভিন্ন চাকরির প্রস্তুতির ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


নিম্নে উল্লেখিত নমুনা


1. ডেসিবেল কীসের একক ?
➟ শব্দের তীব্রতার
2. তড়িচ্চালক বলের একক কী ?
➟ তড়িচ্চালক বলের একক হল ভোল্ট
3. বিদ্যুৎ এবং তাপের সর্বাধিক সুপরিবাহী ধাতু কী ?
➟ রুপা
4. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত ?
➟ শূন্য
5. বরফের সঙ্গে সাধারণ লবণ মেশালে বফের গলনাঙ্ক কমে না বাড়ে ?
➟ কমে
6. লোহার জিনিসের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে ?
গ্যালভানাইজেশন
7. মটরগাড়ির হেড লাইটে কোন দর্পন ব্যবহার করা হয় ?
➟ অবতল
8. রান্না করার হাড়িপাতিল সাধারণত এলুমিনিয়াম ব্যবহার করা হয় কেন ?
➟ কারণ এতে দ্রুত তাপ সঞ্চালিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়
9. পারসেক একক দিয়ে কী মাপা হয় ?
➟ মহাকাশীয় দূরত্ব
10. পৃথিবীর ঘূর্ণনের ফলে আমরা ছিটকে পড়ি না কেন ?
➟ মধ্যাকর্ষণ বলের জন্য
11. সাধারণ ক্যামেরায় কী লেন্স ব্যবহৃত হয় ?
➟ উত্তল লেন্স
12. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
➟ কঠিন
13. কোন বস্তুর ত্বরণ বলতে কী বোঝায় ?
➟ সময়ের সাথে বেগ বৃদ্ধির হার
14. বলের একক কী ?
➟ নিউটন
15. কোন পদার্থ প্রকৃতিতে কঠিন, তরল, বায়বীয় অবস্থায় পাওয়া যায় ?
➟ জল
16. বৃষ্টির ফোঁটার বৃত্তাকার হওয়ার কারন কী ?
➟ পৃষ্টটান
17. জলের তাপমাত্রা 0° থেকে 4°এ উন্নীত হলে জলের ঘনত্ব কী হবে ?
➟ বাড়বে
18. কার্জের একক কী ?
➟ জুল
19. SI পদ্ধতিতে তাপমাত্রার একক কী ?
➟ কেলভিন
20. বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন কে ?
➟ টমাস এডিসন
21. চাঁদে বা অন্য গ্রহে নিলে বস্তুর কি পরিবর্তন ঘটবে ?
➟ বস্তুর ভর একই থাকবে কিন্তু ওজন বদলাবে
22. টেলিফোনের আবিষ্কারক কে ?
➟ আলেকজান্ডার গ্রাহাম বেল
23. 1 অশ্বক্ষমতা = কত ওয়াট ?
➟ 746 ওয়াট
24. ‘থিউরি অব রিলেটিভিটি’ এর উদ্ভাবক কে ?
➟ আলবার্ট আইনস্টাইন
25. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি হয় ?
➟ টাংস্টেন
26. একটি বৈদ্যুতিক পাখা ধীরে চালালে বিদ্যুৎ খরচ কী হবে ?
➟ একই হয়
27. রঙ্গিন টেলিভিশন থেকে ক্ষতিকর কী রশ্মি নির্গত হয় ?
➟ গামা রশ্মি
28. জলকে বরফে পরিনত করলে এর আয়তন কী হয় ?
➟ বাড়ে
29. পৃথিবীতে সবচেয়ে শক্ত মৌল কী ?
➟ হীরক
30. কোন বস্তু যখন সমস্ত আলো শোষন করে তখন তাকে কেমন দেখায় ?
➟ কালো দেখায়
31. তড়িৎপ্রবাহমাত্রার ব্যবহারিক একক কী ?
➟ অ্যাম্পিয়ার
32. তড়িৎ-পরিবাহী ধাতব তারে তড়িতাধানের বাহক কোনগুলি ?
➟ তড়িৎ-পরিবাহী ধাতব তারে মুক্ত ইলেকট্রনগুলি হল তড়িতাধানের বাহক
33. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় ?
➟ কালো
34. বৈদ্যুতিক হিটারের কুণ্ডলী কোন ধাতু দিয়ে তৈরি হয় ?
➟ নাইক্রোম
35. নাইক্রোম তার কী কী ধাতু দিয়ে তৈরি হয় ?
➟ নাইক্রোম তার হল নিকেল, ক্রোমিয়াম এবং লোহার সংকর ধাতু

File Name: ভৌত বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর – Exam Gk Part : 1

File Size: 752Kb

File Formate: Pdf

File Page: 3

Download Pdf: Click To Download

Leave a Comment