ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা
ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা PDF |
WBPDF
নমস্কার বন্ধুরা :-
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা PDF, যেখানে ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে, যেমন ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা কি, বহুমুখী নদী উপত্যকা সর্বপ্রথম কোন নদ বা নদীর তীরে গড়ে উঠেছিল, বিভিন্ন নদী উপত্যকা প্রকল্প কোন নদ-নদীর তীরে গড়ে উঠেছিল এবং সেই নদীতে কি বাঁধ দেওয়া আছে সেই সমস্ত বিষয় সংক্ষেপে তুলে ধরা হয়েছে, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in
নিম্নে উল্লেখিত নমুনা
০১)
ফারাক্কা প্রকল্প : গঙ্গা নদী (ফারাক্কা বাঁধ) পশ্চিমবঙ্গ
০২)
ভাকরা নাঙ্গাল প্রকল্প : শতদ্রু নদী (ভাকরা বাঁধ ও নাঙ্গাল বাঁধ) পাঞ্জাব
০৩)
দামোদর উপত্যকা প্রকল্প : দামোদর নদ প্রকল্প (কোনার, মাইথন, তিলাইয়া, পাঞ্চেত, তেনুঘট
বাঁধ) ভারতের সর্বপ্রথম বহুমুখী নদী পরিকল্পনা
০৪)
তেহরি বাঁধ : ভাগীরথী নদী (উত্তর প্রদেশ)
০৫)
ময়ূরাক্ষী প্রকল্প : ময়ূরাক্ষী নদী (মেসেঞ্জার, তিলপাড়া বাঁধ) পশ্চিমবঙ্গ
০৬)
তুঙ্গভদ্রা প্রকল্প : তুঙ্গভদ্রা নদী
০৭)
কোশী প্রকল্প : কোশী নদী (হনুমান নগর বাঁধ) ভারত ও নেপালে যৌথ উদ্যোগ
০৮)
গণ্ডক পরিকল্পনা : গণ্ডক নদী (উত্তর প্রদেশ, বিহার)
০৯)
রিহান্দ প্রকল্প : গোবিন্দবল্লভপন্থ সাগর জলাধার (ভারতের বৃহত্তম জলাধার)
১০) ভীমা প্রকল্প : পবন নদী (পুনে)
১১) নিজাম সাগর প্রকল্প : গোদাবরী, মনজরা
নদী (অন্ধ্রপ্রদেশ)
১২) কৃষ্ণা প্রকল্প : কৃষ্ণা নদী (ঢোম বাঁধ) মহারাষ্ট্র
১৩) কংসাবতী প্রকল্প : কংসাবতী ও কুমারী নদী (পশ্চিমবঙ্গ)
১৪) চম্বল উপত্যকায় প্রকল্প : চম্বল নদী (মধ্যপ্রদেশে
এবং রাজস্থান)
১৫) হিরাকুদ প্রকল্প : মহানদী (উড়িষ্যা) হিরাকুদ বাঁধ,
নাজার বাঁধ (পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম)
১৬) রামগঙ্গা প্রকল্প : গঙ্গা নদী (উত্তর
প্রদেশ)
১৭) নাগার্জুন সাগর প্রকল্প : কৃষ্ণা নদী
(অন্ধ্রপ্রদেশ)
১৮) ইদুক্কি প্রকল্প : পেরিয়ার নদী (কেরালা)
১৯) শরাবতী হাইডেল প্রজেক্ট : কর্নাটকের শরাবতী
নদীর যোগ
২০) কার্জন প্রকল্প : কার্জন নদী (গুজরাট)
২১) সালাল প্রকল্প : জম্বু ও কাশ্মীর
২২) ঘাটপ্রভা প্রকল্প : ঘাটপ্রভা নদী
(কর্ণাটক)
২৩) ভদ্রা প্রকল্প : ভদ্রা নদী (কর্ণাটক)
২৪) মালপ্রভা প্রকল্প : মালপ্রভা নদী
(কর্ণাটক)
২৫) হাসদেও বঙ্গ প্রকল্প : হাসদেও নদী
(মধ্যপ্রদেশ)
২৬) তাওয়া প্রকল্প : তাওয়া নদী (মধ্যপ্রদেশ)
২৭) কাকড়াপাড়া প্রকল্প : তাপ্তি নদী
(গুজরাট)
২৮) পানামা প্রজেক্ট : পানামা নদী (গুজরাট)
২৯) উকাই প্রকল্প : তাপ্তি নদী (গুজরাট)
৩০) পোঙ্গ বাঁধ : বিপাশা নদী (পাঞ্জাব)
৩১) টাটা হাইডাল স্কিম : ভীমা নদী (মহারাষ্ট্র)
৩২) পচামপাদ প্রকল্প : গোদাবরী নদী
৩৩) মেণ্ডি প্রকল্প : বিপাশা নদী (হিমাচল প্রদেশ)
৩৪) জয়াক্বাদি প্রকল্প : গোদাবরী নদী (মহারাষ্ট্র)
File Name: ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা
File Size: 396Kb
File Formate: Pdf
File Page: 2
Download Pdf: Click To Download
More Pdf | Download Link |
ভারতের বিভিন্ন নদী বাঁধ সমূহ তালিকা PDF | Click Here |
ভারতের উল্লেখযোগ্য জলবিদ্যুৎ কেন্দ্র PDF | Click Here |