ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল , যেখানে ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল অর্থাৎ এক নদী অপর নদীর সঙ্গে যেখানে মিলিত হয়েছে, সেই জায়গাগুলির নামের তালিকা সুন্দরভাবে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যাতে যেকোনো Preparation নিতে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল
আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল , যেখানে ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল অর্থাৎ এক নদী অপর নদীর সঙ্গে যেখানে মিলিত হয়েছে, সেই জায়গাগুলির নামের তালিকা সুন্দরভাবে পিডিএফ আকারে তুলে ধরা হয়েছে, যাতে যেকোনো Preparation নিতে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে।
ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল কি নামে পরিচিত ?
উত্তর. অলকানন্দা নদী ভারতের উত্তরাখণ্ডের তিব্বত সীমান্তের কাছে সতোপন্থ এবং ভগীরথ খরক হিমবাহের কাছে উৎপন্ন হয়েছে এবং খাতলিন হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নদীর উৎস হয়েছে , এই দুটি নদী দেবপ্রয়াগ নামক স্থানে পবিত্র নদী গঙ্গা নদী গঠন করেছে।
রুদ্রপ্রয়াগ কোন নদীর মিলন স্থল ?
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন। তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
ভারতের বিভিন্ন নদীর সঙ্গমস্থল
নদীর নাম | সঙ্গমস্থল |
---|---|
গঙ্গা-যমুনা-সরস্বতী | প্রয়াগরাজ |
ভাগীরথী ও ন্যাসগঙ্গা | ইন্দ্রপ্রয়াগ |
গঙ্গা ও যমুনা | এলাহাবাদ |
গোদাবরী ও ইন্দ্রবতী | ভদ্রকালী |
ধৌলিগঙ্গা ও অলকানন্দা | বিষ্ণুপ্রয়াগ |
যমুনা, চম্বল, পাহুজ, সিন্ধু ও কুমারী | পাঁচনদ |
অলকানন্দা ও নন্দাকিনী | নন্দা প্রয়োগ |
কৃষ্ণা ও তুঙ্গভদ্রা | আলমপুর |
অলকানন্দা ও ভাগীরথী | দেবপ্রয়াগ |
তুঙ্গ ও ভদ্রা | কুডলি |
অলকানন্দা ও সরস্বতী | কেশব প্রয়াগ |
মুধিরাপূঝা, নল্লাথানি, কন্দলি | মুন্নার |
মন্দাকিনী ও অলসতরঙ্গিনী | সূর্যপ্রয়াগ |
শ্যাম গঙ্গা ও ভাগীরথী | শ্যামপ্রয়াগ |
অলকানন্দা ও পিন্দারি গঙ্গা | কর্ণপ্রয়াগ |
গঙ্গা ও গণ্ডক | হাজিপুর |
অলকানন্দা ও মন্দাকিনী | রুদ্রপ্রয়াগ |
কোশি ও গঙ্গা | কুরুশিলা |
নীল গঙ্গা ও ভাগীরথী | গুপ্তপ্রয়াগ |
যমুনা ও বেতোয়া | হামিরপুর |
শতদ্রু ও বিয়াস | হারিকা জলাভূমি |
সোমনদী ও মন্দাকিনী | সোমপ্রয়াগ |
কাবেরী, ভবানী ও আমুধা | অরোডের ত্রিবেনীসঙ্গম |
MORE PDF:- ভারতের বিভিন্ন নদী বাঁধ সমূহ তালিকা PDF