ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকার PDF

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকার

ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকার PDF
ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকার

📄WBPDF

✊নমস্কার বন্ধুরা :-

আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকার PDF, যেখানে ভারতীয় সংবিধানের ৬টি মৌলিক অধিকারকে বর্ণনা করা হয়েছে, এই তালিকার মধ্যে ভারতীয় সংবিধানের ধারা গুলি কি কি এবং ভারতীয় সংবিধানের ২১ নং ২২ নং ধারায় কি বলা হয়েছে অতঃপর মানুষের মৌলিক অধিকার ছটি বর্ণনা করা হয়েছে যেমন সমতার অধিকার (১৪-১৮ নং ধারা), স্বাধীনতার অধিকার (১৯-২২ নং ধারা), শোষণের বিরুদ্ধে অধিকার (২৩-২৪ নং ধারা), ধর্মীয় স্বাধীনতার অধিকার (২৫-২৮ নং ধারা), সংস্কৃতি ও শিক্ষাগত অধিকার (২৯-৩০ নং ধারা), সম্পত্তির অধিকার (৩১ নং ধারা), সাংবিধানিক প্রতিবিধানের অধিকার (৩২-৩৫ নং ধারা) প্রভৃতি, এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ শুধুমাত্র আপনাদের সুবিধার্থে Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে, যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in


ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকার


০১. সমতার
অধিকার (১৪-১৮ নং
ধারা)

০২. স্বাধীনতার
অধিকার (১৯-২২ নং
ধারা)

স্বাধীনতার
আবার সাতটি অধিকার হলো

ক) বাকস্বাধীনতা
ও মতপ্রকাশের অধিকার

খ) শান্তিপূর্ণ
এবং নিরস্ত্রভাবে সমবেত হওয়ার অধিকার

গ) সংগঠন
অথবা সংঘ গঠনের অধিকার

ঘ) অবাধে
ভারতীয় ভূখণ্ডে চলাফেরার অধিকার

ঙ) ভারতীয়
ভূখণ্ডের যেকোনো অংশে বসবাস
করার অধিকার

চ) সম্পত্তি
অর্জন, ভোগ এবং হস্তান্তরের
অধিকার

ছ) যেকোনো
বৃত্তি, উপজীবিকা, ব্যবসা বাণিজ্যের অধিকার

০৩. শোষণের
বিরুদ্ধে অধিকার (২৩-২৪ নং
ধারা)

০৪. ধর্মীয়
স্বাধীনতার অধিকার (২৫-২৮ নং
ধারা)

০৫. সংস্কৃতি
ও শিক্ষাগত অধিকার (২৯-৩০ নং
ধারা)

০৬. সম্পত্তির
অধিকার (৩১ নং ধারা)

০৭. সাংবিধানিক
প্রতিবিধানের অধিকার (৩২-৩৫ নং
ধারা)

 

*১৯৭৮
সালে ৬ নং মৌলিক
অধিকারকে এই তালিকা থেকে
বাদ দেওয়া হয়েছে


নিচের লিংকের মাধ্যমে ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকার পুরো PDF ডাউনলোড করুন


File Name: ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকার

File Size: 228 Kb

File Formate: Pdf

File Page: 1

Download Pdf: Click To Download

More PdfDownload Link
ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা PDFClick Here
বিখ্যাত ঐতিহাসিক সাম্রাজ্য তালিকা PDFClick Here

Leave a Comment