রাসায়নিক নাম ও সংকেত:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন যৌগের রাসায়নিক নাম ও সংকেত তালিকা , যেখানে রাসায়নিক সারের নাম ও কাজ pdf থেকে শুরু করে ১১৮ টি যৌগের নাম ও সংকেত pdf পর্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা দেওয়া হয়েছে।
রাসায়নিক নাম ও সংকেত
এই তালিকার মধ্যে all সংকেত যেমন মরিচার রাসায়নিক নাম ও সংকেত এর নাম কি বা নাইট্রিক অক্সাইড এর সংকেত অতঃপর nano3 রাসায়নিক নাম কি এছাড়া এসিডের নাম ও সংকেত pdf এর তালিকা সবশেষে সোডিয়াম ফসফেট এর সংকেত থেকে শুরু করে সোডিয়াম ফসফেট এর সংকেত পর্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যাদি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
নিম্নে উল্লেখিত নমুনা
০১. অক্সিজেন – O2
০২. নাইট্রোজেন –
N2
০৩. জল – H2O
০৪. ওজন –
O3
০৫. খাবার
লবন – NaCl
০৬. খাবার
সোডা – NaHCO3
০৭. ব্রোমিন
– Br2
০৮. ক্লোরিন – CI2
০৯. কার্বন
মনোঅক্সাইড – CO
১০. কার্বন
ডাই অক্সাইড – CO2
১১. চুনের
জল – Ca(OH)2
১২. হাইড্রোক্লোরিক
এসিড – HCl
১৩. মিথেন
– CH4
১৪. অ্যামোনিয়া
– NH3
১৫. তুঁতে
– CuSO4.5H2O
১৬. সোডিয়াম
কার্বনেট – Na2CO3
১৭. সোডিয়াম
হাইড্রোক্সাইড – NaOH
১৮. গ্লুকোজ – C6H12O6
১৯. বেনজিন
– C6H6
২০. ম্যাগনেসিয়াম
অক্সাইড – MgO
২১. চুনা পাথর – CaCO3
২২. সোডিয়াম
হাইড্রোক্সাইড – NaOH
২৩. ক্যালসিয়াম
ক্লোরাইড – CaCl2
২৪. নাইট্রিক
অক্সাইড – HNO3
২৫. জিংক সালফেট – ZnSO4
২৬. ইথানল
– C2H5OH
২৭. ক্যালসিয়াম
সালফেট – CaSO4
২৮. ক্যালসিয়াম
ফসফেট – Ca3(PO4)2
২৯. সিলিকন
হাইড্রোক্সাইড – Si(OH)4
৩০. মরিচা – Fe2O3.nH2O
৩১. ডাইমিথাইল
ইথার – CH3-O-CH3
৩২. ফসফরাস
পেন্টাক্লোরাইড – PCl5
৩৩. সালফার
ট্রাইঅক্সাইড – SO3
৩৪. সিসার
অক্সাইড – PbO2
৩৫. জিংক ক্লোরাইড – ZnCl2
৩৬. সোডিয়াম
নাইট্রেট – NaNO3
৩৭. অ্যালুমিনিয়াম
ক্লোরাইড – NH4Cl
৩৮. সিলভার
অক্সাইড – Ag2O
৩৯. সিলভার
হাইড্রোক্সাইড – AgOH
৪০. টলেন বিকারক – [Ag(NO3)2]+
৪১. নাইট্রাস
এসিড – HNO2
৪২. নাইট্রিক
এসিড – HNO3
৪৩. ইথান্যাল – CH3CHO
৪৪. ইথানয়ির
এসিড – CH3COOH
৪৫. সিলিকন
টেট্টাক্লোরাইড – SiCl4
File Name: বিভিন্ন রাসায়নিক নাম ও তার সংকেত
File Size: 713Kb
File Formate: Pdf
File Page: 2
Download Pdf: Click To Download
MORE PDF:- পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ ও মহিলা ব্যক্তিত্ব ও উপন্যাস PDF