আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে চন্দ্রযান – ০৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর , যেখানে চন্দ্রযান ০৩ এর ল্যান্ডার বিক্রম, রোভার, প্রজ্ঞান, ইসরো সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর এই তালিকায় তুলে ধরা হয়েছে।
এই তালিকার মধ্যে চন্দ্রযান ৩ চাঁদের কোন মেরুতে অবতরণ করলো তথা এই মিশনের প্রধান উদ্দেশ্য কী সহ ইসরোর বর্তমান চেয়ারম্যান কে বা চন্দ্রযান ৩ -এ কয়টি মডিউল রয়েছে ও কী কী অতঃপর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা কততম দেশ হলো ভারত , চন্দ্রযান ০৩ কত দিন চাঁদের দক্ষিণ মেরুতে কাজ করবে এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।
এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in।
চন্দ্রযান – ০৩ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
০১) কবে চন্দ্রযান ৩ লঞ্চ করা হয়েছে ?
উত্তর. ১৪ই জুলাই ২০২৩
০২) কোথা থেকে লঞ্চ করা হয়েছে ?
উত্তর. অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে
০৩) কটার সময় চন্দ্রযান লঞ্চ করা হয়েছে ?
উত্তর. দুপুর ২টো ৩৫ মিনিটে
০৪) চন্দ্রযান ৩ এর মোট ওজন কত ?
উত্তর. ৩৯০০ কেজি
০৫) কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে চন্দ্রযান ৩ ?
উত্তর. LMV3-M4 বা GSLV Mark 3 রকেট
০৬) চন্দ্রযান ৩ চাঁদের কোন মেরুতে অবতরণ করলো ?
উত্তর. দক্ষিণ মেরুতে
০৭) চন্দ্রযান ৩ মিশনের প্রধান উদ্দেশ্য কী ?
উত্তর. চন্দ্রযান ৩-কে চাঁদের মাটিতে নিরাপদ এবং সফলভাবে অবতরণ করানো, চন্দ্রপৃষ্ঠের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করা। পাশাপাশি চাঁদের মাটিতে একটি রোভার অপারেশন করাও এই মিশনের অন্যতম উদ্দেশ্য।
০৮) চন্দ্রযান ৩ –এ কয়টি মডিউল রয়েছে ও কী কী ?
উত্তর. ৩টি, একটি ল্যান্ডার মডিউল, দ্বিতীয়টি প্রপালশন মডিউল ও অন্যটি রোভার।
০৯) রোভারটির নাম কী ?
উত্তর. প্রজ্ঞান
১০) ল্যান্ডারটির নাম কী ?
উত্তর. বিক্রম
১১) কার নাম অনুসারে ল্যান্ডারের নাম রাখা হয়েছে বিক্রম ?
উত্তর. ডঃ বিক্রম আম্বালাল সারাভাই এর নামানুসারেই চন্দ্রযানের ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে বিক্রম। তিনি ছিলেন ইসরোর প্রাণপুরুষ। তাকে শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরো।
১২) চন্দ্রযান ৩ এর খরচ কত ?
উত্তর. ৬১৫ কোটি টাকা
১৩) চন্দ্রযান ৩ কবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছালো ?
উত্তর. ২৩শে আগস্ট ২০২৩
১৪) LMV3-এর পুরো কথা কী ?
উত্তর. Launch Vehicle Mark-III.
১৫) চন্দ্রযান ৩ মিশনের নেতৃত্ব দিয়েছেন কে ?
উত্তর. ডাঃ রিতু করিধাল শ্রীবাস্তব
১৬) ভারতের ‘রকেট ওম্যান ‘ নামে পরিচিত কে ?
উত্তর. ডাঃ রিতু করিধাল শ্রীবাস্তব
১৭) মিশন চন্দ্রযান ৩ কোন সংস্থা লঞ্চ করেছে ?
উত্তর. ইসরো (ISRO)
১৮) চন্দ্রযান ৩ মিশনের থিম কী ?
উত্তর.
Science of the Moon.
১৯) ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ?
উত্তর. এস. সোমনাথ
২০) ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তর. বেঙ্গালুরু
২১) চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা কততম দেশ হলো ভারত ?
উত্তর. প্রথম
২২) চন্দ্রযান – ২ মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর. ডক্টর কে শিবান
২৩) চন্দ্রযান – ১ মিশনের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তর. জি মাধবন
২৪) চন্দ্রযান ০৩ মিশনের রকেট ইঞ্জিনের নাম কি ?
উত্তর. CE – 20 ক্রায়োজেনিক ইঞ্জিন
২৫) চন্দ্রযান ০৩ কত দিন চাঁদের দক্ষিণ মেরুতে কাজ করবে ?
উত্তর. ১৪ দিন
More Pdf | Download Link |
বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র PDF | Click Here |