কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ শে নভেম্বর ২০২০ – Free Download Pdf
কারেন্ট অ্যাফেয়ার্স
কারেন্ট অ্যাফেয়ার্স ৩০ শে নভেম্বর ২০২০ |
আবার আজকে Wbpdf.in নিয়ে চলে এসেছে কিছু নতুন ধরনের প্রশ্ন এবং তার উত্তর । আজকে আপনাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছে Wbpdf.in । প্রতিনিয়ত আমাদের সামনে যা ঘটছে তারই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা চলে এসেছি সম্পূর্ণ পিডিএফ ফাইল আকারে এবং বিনা পয়সায় । যাতে আপনারা ডাউনলোড করে আপনাদের ফোনে বা কম্পিউটারে সেভ করে রেখে দিতে পারেন, এবং পরীক্ষাতে এই সমস্ত প্রশ্ন আসলে আপনারা সহজেই পেয়ে যেতে পারেন । আর আমাদের এই Wbpdf.in এর পিডিএফ করা ফাইলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাতে আমরা আরো উৎসাহিত হয়ে নিত্য নতুন ধরনের প্রশ্ন এবং তার উত্তর আপনাদের সামনে তুলে ধরতে পারি । ধন্যবাদ
নিম্নে উল্লেখিত নমুনা
১. দিয়েগো মারাদোনার মৃত্যু
নিয়ে তদন্ত শুরু হয়েছে কোথায় ?
উত্তর. আর্জেন্টিনা
২. দিয়েগো মারাদোনার মৃত্যু
নিয়ে পুলিশ কোথায় কোথায় তল্লাশি চালান ?
উত্তর. দিয়েগোর ব্যক্তিগত চিকিৎসক
লিওপোলো লুকের বাড়ি এবং তার ক্লিনিকে
৩. ব্রাজিলে প্রাক্তন ফুটবলার
জিকো কি অভিযোগ করেন ?
উত্তর. ১৯৮৪ সালে ইতালিতে নাপোলির
হয়েও একবার হাত দিয়ে গোল করেছিলেন দিয়েগো
৪. জিকো কতজন ফুটবলারকে
বিশ্বসেরা বলে উল্লেখ করেছেন ?
উত্তর. ৫ জন
৫. সেই ৫ জন ফুটবলারের
নাম কি কি ?
উত্তর. গ্যারিঞ্চা, পেলে, দিয়েগো, ক্রুয়েফ এবং বেকেনবাওয়ার
৬. আইএসএলে এফ সি গোয়া
নর্থইস্ট ইউনাইটেড ম্যাচে কত গোলে অমীমাংসিত থাকলো ?
উত্তর. ১-১ গোলে
৭. বাহরিনের গ্রা পি চলাকালীন
আগুন লেগে যায় কোন ব্যক্তির গাড়িতে ?
উত্তর. রোমা ঘুজের গাড়িতে
৮. ঘন্টায় ওই গাড়ির গতিবেগ
কত ছিল ?
উত্তর. ২১৫ কিমি প্রতি ঘন্টা
৯. কত বছরের মধ্যে শীতলতম
মাস কাটলো দিল্লি ?
উত্তর. ৭১ বছর
১০. কত ডিগ্রী টেম্পারেচার
কে কাটাল দিল্লি ?
উত্তর. ১০.২ ডিগ্রি সেলসিয়াস
File Size: 403Kb
File Formate: Pdf
Download Pdf: Click To Download