CURRENT AFFAIRSWHO IS IN WHICH POSITION IN INDIA - ভারতে কে কোন পদে আছেন তালিকামন্ত্রী পদের তালিকা

ভারতের কে কোন পদে আছে 2023

ভারতের কে কোন পদে আছে 2023:- আজ Wbpdf.in আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতীয় পদাধিকার ব্যক্তি তালিকা 2023

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Group
Join Our Telegram channel
Visit Job News
Join Our Facebook Group

ভারতের কে কোন পদে আছে 2023

ভারতের কে কোন পদে আছে 2023 ?
ভারতের কে কোন পদে আছে 2023 ?

এই তালিকার মধ্যে ভারতের বর্তমান রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রসচিব এর নাম কি বা BSF ডিরেক্টর জেনারেল, CRPF ডিরেক্টর, BCCI এর প্রেসিডেন্ট এর নাম কি তথা ISRO এর বর্তমান চেয়ারম্যান কে ,এই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যাদি অতি সংক্ষেপে আলোচনা করা হয়েছে।

এই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা বিবরণ Wbpdf.in আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে PDF আকারে প্রদান করছে যাতে আপনারা যে কোন চাকরির প্রস্তুতি খুব সহজেই অনলাইনে নিতে পারেন তাই অবশ্যই Wbpdf.in এর সঙ্গে যুক্ত থাকুন আমাদের উৎসাহিত করুন আরো নতুন নতুন এ ধরনের জেনারেল নলেজ এবং স্টাডি মেটেরিয়ালস যাতে আপনাদের দিতে পারি এবং ফলো রাখুন প্রতি পদক্ষেপে Wbpdf.in

ভারতের কে কোন পদে আছে 2023 

পদ পদাধিকার ব্যাক্তি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড়
মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশোবন্ত চন্দ্রচূড়
সেনা প্রধান মনোজ পান্ডে
চিফ ইনফরমেশন কমিশনার যশোবর্ধন কুমার সিনহা
নৌসেনা প্রধান অ্যাডমিরাল হরি কুমার
বায়ুসেনা প্রধান বিবেক রাম চৌধুরী
নির্বাচন কমিশনার অনুপ চন্দ্র পান্ডে & অরুণ গোয়েল
রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস
BSF ডিরেক্টর জেনারেল সুজয়লাল থাওসেন
IB ডিরেক্টর তপন ডেকা
CRPF ডিরেক্টর সুজয়লাল থাওসেন
অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটরামানি
CBI ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল
লোকসভার স্পিকার ওম বিড়লা
ED ডিরেক্টর সঞ্জয় কুমার মিশ্র
ফাইনান্স সেক্রেটারি T. V. সোমানাথন
জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান রেখা শর্মা
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল
রেভেনিউ সেক্রেটারি সঞ্জয় মালহোত্রা
ডিফেন্স সেক্রেটারি গিরিধর আরামানে
হোম সেক্রেটারি অজয় কুমার ভাল্লা
ভারতীয় অলিম্পিক অ্যাকোসিশন প্রেসিডেন্ট পি. টি. ঊষা
NITI Aayog CEO বি. ভি. আর. সুব্রমনিয়াম
CAG শ্রী গিরিশ চন্দ্র মূর্মু
রেভেনিউ সেক্রেটারি সঞ্জয় মালহোত্রা
ক্যাবিনেট সেক্রেটারি রাজীব গৌবা
NABARD চেয়ারম্যান শাজি কে. ভি.
ISRO চেয়ারম্যান এস. সোমনাথ
DRDO চেয়ারম্যান সমীর ভি কামাত
BCCI চেয়ারম্যান রজাব বিনি
LIC চেয়ারম্যান এম. আর. কুমার
UPSC চেয়ারম্যান ডঃ মনোজ সোনি
SSC চেয়ারম্যান এস. কিশোর
SBI চেয়ারম্যান দীনেশ কুমার খাড়া

MORE PDF :- বিভিন্ন খেলোয়াড়দের ডাকনাম | Nicknames of Players

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button